রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন করছিলেন এক ফিলিস্তিনি যুবক। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য এটিভি গাড়ি দিয়ে নামাজরত ওই ফিলিস্তিনি ব্যক্তিকে ধাক্কা নিয়ে ফেলে দেয়।
বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এমন লোমহর্ষক ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।
এতে দেখা গেছে, কোমড়ে অস্ত্র নিয়ে চার চাকার এটিভি গাড়ি নিয়ে ইসরায়েলি ওই সেনা রাস্তার পাশে নামাজরত ফিলিস্তিনি ব্যক্তিকে ধাক্কা দেন। এ সময় ফিলিস্তিনি ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। এ ঘটনার পর ইসরায়েলি ওই সেনার চাকরি বাতিলসহ অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে।
তবে ঘটনা এখানেই শেষ নয়, নামাজরত ফিলিস্তিনিকে ফেলে দেওয়ার পর তাকে এলাকা থেকে চলে যাওয়ার জন্য ইসরায়েলি সেনা চিৎকার করতে থাকেন।
এদিকে এ ঘটনার পর ফিলিস্তিনি ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে বড় ধরনের চোট না পাওয়ায় তাকে রিলিজ দেওয়া হয়েছে।
এমআর-২