এইমাত্র
  • বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়
  • চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
  • অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • চকরিয়ায় যানজটের ভোগান্তি
  • শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
  • আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
  • সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
  • চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক লতিফ
  • চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম
  • আজ শনিবার, ১৩ পৌষ, ১৪৩২ | ২৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

    অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

    অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘কোথাও ভোটের পরিবেশ ব্যাহত হলে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেখানে ভোটগ্রহণ বন্ধ রাখবে। অন্তবর্তী সরকার চায় মানুষ সুষ্ঠু সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।’

    শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কোনো দলের পক্ষে নয়, বরং জনগণের পক্ষে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে মানুষের কাছে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরা এবং ভোট দিতে উৎসাহিত করা।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাঠে বডি ক্যামেরার ব্যবস্থা থাকবে। যদি কেউ গন্ডগোল করার চেষ্টা করে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়াও যতক্ষন কেউ না চাইবে সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে না। যদি কেউ সহযোগিতা চায় তাকে সহযোগিতা করা হবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও নির্বাচন কমিশন সবসময় কাজ করবে।’

    তিনি বলেন, ‘৩০ বছরের নিচে অনেক যুবকরা আজও পযন্ত ভোট দিতে পারেনি। সত্যিকারার্থে তারা বিগত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার পত্যেকটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করছি।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন একসঙ্গে দুটি ভোটের আয়োজন করা হয়েছে। দুটি ব্যালটে ভোট গ্রহন করা হবে। যার মধ্যে একটি হচ্ছে গণভোট যেখানে 'হ্যা' অথবা 'না' থাকবে। আর অপরটি হচ্ছে ভোটারদের পছন্দের প্রার্থীর ব্যালট।’

    তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ ভোটের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ড. মোহাম্মদ ইউনুসসহ আমরা উপদেষ্টারা সেখান থেকে সরে যাবো। দেশ আমার নতুন একটি স্বাভাবিক পদ্ধতিতে চলবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…