নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সাঈদ ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার মো. আনোয়ারের ছেলে। তিনি পেশায় ভাঙারির ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, 'ভুট্টাক্ষেতে স্থাপিত নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করার সময় তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় কাটা বিদ্যুতের কাটা তার দেখা গেছে।'
ডোমার থানার এসআই সৈলেন রায় জানান, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।'
ইখা