এইমাত্র
  • ২১ হাজার কোটি টাকার প্রকল্পে বড় ব্যর্থতা, নকশার ত্রুটি, নেই মোবাইল নেটওয়ার্ক
  • সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
  • মাথায় চোট পেয়ে হাসপাতালে শরিফুল
  • টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের
  • চাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
  • মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা
  • চল্লিশে এসেও রোনালদোর ৪০
  • আট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে এলডিপি-এবি পার্টি-এনসিপি
  • প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
  • নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
  • আজ রবিবার, ১৪ পৌষ, ১৪৩২ | ২৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

    ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

    সিভি নিয়ে এলেই সুযোগ হচ্ছে তাৎক্ষণিক দেশের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানে সাক্ষাৎকারের সুযোগ। আর সেখান থেকেই মিলছে বহুল প্রত্যাশিত চাকুরি। বেকারত্বের লক্ষ লক্ষ গল্পের ভিড়ে এমনই ব্যতিক্রমী উদ্যোগ আর সাফল্যের কথকতা দেখা গেলো ইউসেপ টিভেট ইনস্টিটিউট আয়োজিত চাকুরি ও উদ্যোক্তা মেলা ২০২৫ ঘিরে। বর্ণাঢ্য ওই আয়োজনে চাকুরির পাশাপাশি মিলেছে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও কাউন্সেলিংও।

    শনিবার ঢাকার সাদ্দাম মার্কেটে যাত্রাবাড়ী টিভেট ইন্সটিটিউট-এর উদ্যোগে ব্যতিক্রমী চাকরি এবং উদ্যোক্তা মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ওই আয়োজনে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম এন্ড ইনোভেশন-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাহিদা শিল্পী ও সুমনা আফরিন ইভা।

    প্রধান অতিথির বক্তব্যে ভূমি আপিল বোর্ডের সিনিয়র সচিব মো. ইউসুফ বলেন, “একটি দেশ গঠনের জন্য দক্ষ জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউসেপ বাংলাদেশ সুদীর্ঘ ৫২ বছর ধরে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে এবং একইসাথে চাকরি বা কর্মসংস্থানের সৃষ্টি করে। সরকারও চায় জনশক্তিকে এমনভাবে গড়ে তুলতে যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বের যেকোন জায়গায় প্রতিযোগিতা করতে পারে।

    টেকসই বাংলাদেশ বির্নিমাণের জন্য ইউসেপ বাংলাদেশ দক্ষতা উন্নয়ন, শোভন কর্মসংস্থানের ব্যবস্থা, সামাজিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এটা দেখে আমি খুবই আশান্বিত।'

    স্বাগত বক্তব্যে ইউসেপ ঢাকা সাউথ রিজিওন এর আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো: সাজ্জাদুল হক ইউসেপের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, 'সরকারি কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে ইউসেপ বাংলাদেশ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউসেপের মূলমন্ত্র হচ্ছে শিক্ষার জন্য সহায়তা, আয়ের জন্য দক্ষতা।'

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের পরিচালক জনাব বদরুল আলম খান সহ ১৫টি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের মালিক ও কর্মকর্তাবৃন্দ। জব ফেয়ার ২০২৫ এ শিরোনামে মেঘনা গ্রুপ, সুপার স্টার ইলেকট্রনিকস লি. অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লি. স্কোয়ার গ্রুপ,সিটি গ্রুপ, বীর গ্রুপ, কনফিডেন্স স্টিল লিমিটেড ও বিডি জবস সরাসরি ইউসেপে প্রশিক্ষিত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সিভি গ্রহণ করে প্রাথমিকভাবে ৪৩০ জনকে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন।

    উদ্যোক্তা মেলায় হাতের তৈরি বাহারি পন্য, খাদ্য সামগ্রী ও প্রসাধনী সম্ভার নিয়ে উপস্থিত ছিলো ইউসেপ যাত্রাবাড়ী টিভেট ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা। অনুষ্ঠানে স্পন্সর দিয়ে সহযোগিতা করেছে মেঘনা গ্রুপ ও অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিঃ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…