এইমাত্র
  • সোনারগাঁয়ে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু
  • দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
  • চট্টগ্রামকে হেসে-খেলে হারিয়ে দাপুটে শুরু রংপুরের
  • বিপাকে পড়লেন তাসনিম জারা!
  • ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
  • ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলসহ ৪ দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ
  • ‘ভারত যদি হাত না মেলাতে চায়, তাহলে আমাদেরও ইচ্ছা নেই’
  • ভোলায় অস্ত্র ও জাল নোটসহ আটক ১
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে চলছে নদী পুনঃখনন
  • ফাহিমের ফাইফারে বিপর্যস্ত চট্টগ্রাম
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ময়মনসিংহ-১১ আসনে জোট প্রার্থী ডা. জাহেদুল ইসলাম

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

    ময়মনসিংহ-১১ আসনে জোট প্রার্থী ডা. জাহেদুল ইসলাম

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা ডা. জাহেদুল ইসলাম। দলীয় সিদ্ধান্ত ও জোটের সমন্বয়ের আলোকে তাকে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

    এক বার্তায় ডা. জাহেদুল ইসলাম বলেন, শাপলা কলি প্রতীকে এনসিপিকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য গর্ব ও সম্মানের। তিনি জানান, তার জন্মস্থান ময়মনসিংহ-১১ হওয়ায় এই এলাকার মানুষের সুখ-দুঃখ, সামাজিক বাস্তবতা ও দীর্ঘদিনের সমস্যার সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত।

    তিনি আরও বলেন, তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকা-৪ এলাকায়। সেখান থেকেই এনসিপি তাকে প্রথম সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। ঢাকা-৪ এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও নিরন্তর সমর্থনই তার রাজনৈতিক পথচলার ভিত্তি গড়ে দিয়েছে। ওই এলাকার মানুষের পাশে থেকেই তিনি রাজনীতির প্রকৃত অর্থ বুঝেছেন এবং মানুষের স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে ধারণ করতে শিখেছেন।

    ডা. জাহেদুল ইসলাম বলেন, প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি স্পষ্টভাবে অনুভব করেছেন-মানুষ নতুন আশা ও গঠনমূলক পরিবর্তন চায়। মানুষের চোখে আমাদের প্রতি প্রত্যাশা ও বিশ্বাস রয়েছে। সর্বত্র পাওয়া উষ্ণ সাড়া ও আন্তরিকতা তাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।

    তরুণ নেতৃত্বের এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি প্রান্তের তরুণদের কণ্ঠস্বর ও সম্ভাবনাকে প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা থেকেই তার রাজনৈতিক যাত্রার সূচনা। ইনশাআল্লাহ, সেই প্রতিনিধিত্বের পথচলা শুরু হচ্ছে ময়মনসিংহ-১১ থেকে। তবে তার লক্ষ্য শুধু একটি আসনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সারাদেশের তরুণদের নিয়ে, তরুণদের জন্য কাজ করতে চান এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে চান।

    তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর ময়মনসিংহ-১১ ভালুকা এলাকায় আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ হয়েছে, যা তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে। এই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

    ডা. জাহেদুল ইসলাম বলেন, দল তার ওপর যে আস্থা রেখেছে, ইনশাআল্লাহ তিনি তার যথার্থ প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। এই পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।

    উল্লেখ্য, ডা. জাহেদুল ইসলাম বর্তমানে জাতীয় যুবশক্তির সদস্য সচিব, জাতীয় যুবশক্তি নির্বাহী কমিটির সদস্য, জাতীয় নাগরিক পার্টির সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…