মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ জন ব্যবসায়ীকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীর হাতে ২০ হাজার টাকা করে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার।
সহায়তা পাওয়া ব্যবসায়ীরা হলেন, মো. শাহাবুদ্দিন, মো. কামাল আকন, মো. ইউসুফ, মো. কামাল হোসেন, মো. বাবুল খান, মো. দৌলত বেপারী, মো. কামাল মিয়া, দেলোয়ার হোসেন ও মো. মাসুম বিল্লাহ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক ক্ষতি লাঘবের জন্য আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সিরাজদিখান বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান। ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় উপজেলা প্রশাসন এ অর্থ সহায়তা প্রদান করে।
এসএম