ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ সোমবার। তাই নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরিশাল জেলা প্রশাসকের ও রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে বরিশালের ৬ টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বেলা ১১ টা থেকে মননোয়ন পত্র দাখিল করে জমা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন, জাসদ সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
যার মধ্যে রয়েছেন বরিশাল সদর ৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ-সাবেক মেয়র-সাবেক হুইপ-চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেল ৮ দলীয় জোটের মোয়াজ্জেম হোসাইন হেলাল, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল ভাইস-প্রেসিডেন্ট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউএরও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বরিশাল-৫ ও ৬ অঅসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেষ দিনে মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা বলেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগনের মধ্যে এখনও শংকা রয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরী। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলেও মনে করে তারা।
এর আগে বরিশালের ৬ টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের ৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এসআর