এইমাত্র
  • কিসের ইঙ্গিত দিলেন মাহফুজ?
  • ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
  • রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এটিএম আজহারুল ইসলাম
  • মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি
  • শার্শায় তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ
  • অবাধ নির্বাচনের আশা শামা ওবায়েদের, ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল
  • কুড়িগ্রাম-৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
  • জোটের নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত আবদুল্লাহ
  • ইতিহাসের দ্বারপ্রান্তে জবি, আগামীকাল জকসু নির্বাচন
  • জোটগত সমঝোতায় বৃহত্তর চট্টগ্রামে মনোনয়ন পেলেন এনসিপির দুই শীর্ষ নেতা
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কাজ না করলে জ্বলবে না চুলা

    পৌষের হাড় কাঁপানো শীতেও থেমে নেই উত্তরবঙ্গের কৃষকের সংগ্রাম

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

    পৌষের হাড় কাঁপানো শীতেও থেমে নেই উত্তরবঙ্গের কৃষকের সংগ্রাম

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

    উত্তরের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে পৌষের তীব্র শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও জীবন-জীবিকার তাগিদে ফসলের মাঠে নেমেছেন কৃষি শ্রমিকরা। হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা শুধুমাত্র দুমুঠো আহারের জন্য কাকডাকা ভোর থেকে মাঠে মাঠে ফসলের পরিচর্যা করছেন তারা।​

    ​তীব্র শীত ও কুয়াশা কিছু কিছু ফসলের জন্য আশীর্বাদ হলেও অতিরিক্ত কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে আলু ও সরিষা এবং বোরো বীজতলার মতো ফসলে 'লেট ব্লাইট' বা পচন রোগের আশঙ্কা বাড়ছে বলে জানান কৃষকরা।

    ​উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কনকনে ঠান্ডার মধ্যেও শ্রমিকরা দলবেঁধে ভুট্টা, আলু ও শাক-সবজি জমিগুলোতে নিড়ানি দিচ্ছেন। আবার কেউ কেউ আমন ধান মাড়াইয়ের কাজ করছেন।

    উপজেলার পানিমাছকুটি এলাকার নারী কৃষি শ্রমিক জুহুরা জান্নাতি ও সখিনা বেগম জানান, ‘কাজ না করলে আমাদের চুলা জ্বলবে না, তাই শীত দেখে ঘরে বসে থাকার সুযোগ নেই। আমরা এ ভাবে প্রতিদিন মানুষের দিন মজুরী কাজ-কাম করেই জীবন জীবিকা নির্বাহ করি।’

    একই এলাকার কৃষক আব্দুল মজিদ ও নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার কৃষি শ্রমিক বিদেশি চন্দ্র রায় এবং পূর্ব ফুলমতি এলাকার কৃষি শ্রমিক জয়নাল জানান, ‘চার দিন থেকে সূর্যের দেখা নেই। এই পুষমাসি ঠান্ডায় হাত পা কাঁপছে ঠিক। তবে কাজ না করলে সংসার চলবে কি করে। গরীব দিন মজুরীরা ঠান্ডায় ঘরে বসে থাকলে আমাদের পেট চলবে না। তাই আমাদের যতই ঠান্ডা থাকুক কাজ করেই জীবন জীবিকা নির্বাহ করতে হয়।’

    একই উপজেলার চন্দ্রখানা গ্রামের ভুট্টা চাষি হাসান আলী জানান, ‘৫ বিঘা জমিতে ভুট্টা রোপন করা হয়েছে। এই তীব্র শীতে ফসল রক্ষার্থে আপাতত ভুট্টা খেতে নিড়ানি দিচ্ছি। ইতোমধ্যে ৩ বিঘা জমিতে হেমের ঔষধ প্রয়োগ করা হয়েছে। ঠান্ডার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে হালকা সেচ দেওয়া হবে।’

    কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সামনে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

    উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, ‘ভুট্টা ২ হাজার ২০০, গম ১৫০, সরিষা ৩ হাজার ৫০৫, আলু ৫৫০ ও বোরো বীজতলা ৫০০ হেক্টর জমিতে রোপন করা হয়েছে। কৃষি পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এ সব ফসলের বিশেষ যত্ন নিতে এবং কোনো রোগ দেখা দিলে তাৎক্ষণিক ভাবে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…