বিগ ব্যাশ লিগে নিজের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নজর কাড়ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচেও দুই উইকেট নিয়ে বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখেন তিনি। পরে ব্যাটারদের দৃঢ়তায় ৪ উইকেটে জয় পায় হোবার্ট হারিকেন্স।
হোবার্টের বেলেরিভ ওভালে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন মেলবোর্নের ব্যাটাররা। তিন ওভারেই দলের রান ওঠে ৩৮। ওপেনার জশ ব্রাউন ১৩ বলে ২৬ রান করে আউট হন।
পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম স্পেলেই নিয়ন্ত্রিত বোলিং করেন রিশাদ হোসেন। ওই ওভারে তিনি মাত্র ৮ রান দেন। সপ্তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দেন এই লেগ স্পিনার। ১২ বলে ১৬ রান করেন রিজওয়ান।
পরের ওভারে কিছুটা খরুচে হলেও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে আউট করেন রিশাদ। ৮ বলে ১৪ রান করেন ফ্রেজার-ম্যাকগার্ক।
শেষ ওভারে আবার নিয়ন্ত্রিত বোলিং করে মাত্র ৫ রান দেন রিশাদ। চার ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
মেলবোর্নের হয়ে টিম সেইফার্ট করেন ১৪ বলে ২৬ রান। ওলিভার পিকের ব্যাট থেকে আসে ২২ বলে ২৯ রান। শেষ দিকে দ্রুত উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া হয়নি দলটির। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে মেলবোর্ন।
হোবার্টের বোলারদের মধ্যে নাথান এলিস নেন তিন উইকেট। রিশাদের পাশাপাশি একটি করে উইকেট পান মিচেল ওয়েন, রাইলি মেরেডিথ ও ক্রিস জর্ডান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হোবার্টের। ওপেনার মিচেল ওয়েন ১৩ বলে ১০ রান করে আউট হন। টিম ওয়ার্ড করেন ২৬ বলে ৩০ রান। তিন নম্বরে নেমে বিউ ওয়েবস্টার ২০ বলে ২৭ রান করেন।
মাঝে নিখিল চৌধুরীর ১২ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস হোবার্টকে এগিয়ে নেয়। শেষ দিকে রেহান আহমেদ ও ম্যাথু ওয়েডের ব্যাটে জয়ের পথ পরিষ্কার হয়। রেহান ১৪ বলে ২৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়েড। ২০ বলে অপরাজিত ৪৩ রান করেন তিনি।
৬ বল হাতে ও ৪ উইকেট নিয়ে জয় নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স। মেলবোর্নের হয়ে তিন উইকেট নেন অ্যাডাম জাম্পা, একটি করে উইকেট পান অ্যান্ড্রু টাই ও গুরিন্দর সাধু।
আরডি