আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মেরুকরণ ঘটেছে, যেখানে একদিকে গুটিকতক মানুষ আর অন্যদিকে পুরো বাংলাদেশ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মো. তাহের বলেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য- এক নম্বরে এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। দুই এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন যারা রাইটিস্ট এবং ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।
তিনি আরও বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে।
এমআর-২