জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও দলটিতে যোগ না দেওয়ার সিদ্ধান্তে অনড় আছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
এরই মধ্যে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপিতে যোগ দিয়েছেন এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। এই ভিন্ন অবস্থানের প্রেক্ষাপটে মাহফুজ আলমের সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) এক পোস্টে তিনি লেখেন, 'আমরা নতুন করে শুরু করব।’
তিনি আরও লেখেন, ভাবনা, দৃষ্টিভঙ্গি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব একটি নতুন রাজনৈতিক সমঝোতার পথে। জুলাইয়ের চেতনায়, তরুণদের জন্য এবং বাংলাদেশের জন্য চলুন শুরু করি এই দীর্ঘ পথচলা।
আরডি