কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবিতে যশোরের শার্শায় বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে শার্শা উপজেলা স্টেডিয়াম চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেগঘন বক্তব্য রাখেন মফিকুল হাসান তৃপ্তি।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করে নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে কাজ করার বার্তা দিয়েছিলেন। পরে দলের মহাসচিব যখন বিএনপি প্রার্থী ঘোষনা করেছিলেন সেখানে যশোর-১ আসন থেকে আমার নাম ঘোষনা করা হলে আমি উপজেলা ও পৌর সভার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে নির্বাচনী সভা সমাবেশ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি আজ এখানে এসেছি আমার মনোনয়ন পরিবর্তন কেনো হলো জানতে ? আমি বিগতদিনে দলের প্রতিটি প্রোগ্রামে যোগদান করেছি। শার্শায় দলীয় প্রোগ্রামে আওয়ামী সন্ত্রাসী দ্বারা মার খেয়েছি। তার পরও কোন অশুভশক্তি বলে আমার মনোনয়ন পরিবর্তন হলো?’
এসময় মনোনয়ন বহাল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দলের প্রতি এবং আমার নেতা তারেক রহমানের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। আমি বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছি। শেষ সময় পর্যন্ত আমি অপেক্ষা করবো। আমি আমার বিশ্বাস দলের প্রতি তার ত্যাগ এবং অকুণ্ঠ সমর্থন এবং ভালবাসার কারনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন পুনর্বহাল করবেন।’
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিকভাবে এ আসন থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এরপর থেকে ভোট চেয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ করে আসছিলেন তিনি।
তবে এই আসনে তার বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি বর্তমান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
আরডি