ফরিদপুরের পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে গিয়ে নিখোঁজের সাতদিন পর সুকানি আরিচ শেখের (৪৫) মরদেহের সন্ধান মিলেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিচ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মজিবর শেখের জ্যেষ্ঠ পুত্র। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় বালু বোঝাই বাল্কহেড থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন আরিচ। এরপর থেকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ উদ্ধার অভিযান চললেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাস্থলের কাছেই মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এদিকে দুপুরের দিকে নিহতের মরদেহ তার নিজ গ্রাম আলফাডাঙ্গার টিকরপাড়ায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার আকাশ-বাতাস।
বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'আরিচ শেখ একজন পরিশ্রমী মানুষ ছিলেন। আজ (মঙ্গলবার) আসর নামাজ শেষে স্থানীয় ইউসুফের বাগ গোরস্থান মাদ্রাসায় জানাজা সম্পন্ন হয়েছে। পরে মাদ্রাসার সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।'
সাতদিন ধরে নিখোঁজ থাকার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে আসায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পিএম