রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন উইলিয়াম (৫২)-কে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ।তিনি রাজশাহী জেলা যুবলীগের শিক্ষা ও প্রকাশনা সম্পাদক।
এছাড়াও তিনি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (আওয়ামী লীগপন্থী) সাধারণ সম্পাদক এবং পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পুঠিয়ার সেনভাগ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, নাসির উদ্দিন উইলিয়াম দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করার কাজে জড়িত ছিলেন। আগামী সংসদ নির্বাচন বানচাল করতে কীভাবে নাশকতা করা যায়, তা নিয়ে তিনি ষড়যন্ত্র করছিলেন বলে পুলিশের দাবি।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিগত সরকারের সময়ে উইলিয়াম এলাকায় আতঙ্কের নাম ছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এনআই