আপসহীন নেতৃত্বের প্রতীক, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়—সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার।
৩০ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, আজ ভোর ৬টায় তাঁর ইন্তেকালে শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, আত্মমর্যাদা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং মহান আল্লাহর কাছে তাঁদের এই শোক সহ্য করার তৌফিক কামনা করে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাযায় অংশগ্রহণের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া তথ্যমতে, ৩০ ডিসেম্বর রাত ১২টা ০০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এনআই