এইমাত্র
  • স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
  • খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ
  • খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার
  • ঝিনাইদহে হাসপাতালের ভেতরেই মাদকের রমরমা কারবার!
  • আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭
  • সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
  • যে রুটে জানাজাস্থলে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ
  • জেন্ডার সংবেদনশীল জলবায়ু অবকাঠামো গঠনে এলজিইডির প্রশিক্ষণ
  • কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা দিলো ইরান
  • দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
  • আজ মঙ্গলবার, ১৬ পৌষ, ১৪৩২ | ৩০ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

    আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

    দেশজুড়ে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে অন্তত ৩৫৭ জনকে আটক করেছে তুরস্ক। মঙ্গলবার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর-পশ্চিম তুরস্কে এক বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য ও ছয় জঙ্গি নিহত হওয়ার একদিন পর এই অভিযান চালানো হয়।

    তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, দেশটির ২১টি প্রদেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদের কাছে যারা এই দেশকে নত করতে চায়, আমরা অতীতে যেমন তাদের কোনও সুযোগ দিইনি, ভবিষ্যতেও দেব না।’’

    এর আগে ইস্তাম্বুলের প্রসিকিউটর দপ্তর বলেছে, ইস্তাম্বুলসহ আরও দুই প্রদেশে ১১৪টি ঠিকানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন ডিজিটাল উপকরণ ও নথিপত্র জব্দ করা হয়।

    সোমবার মারমারা সাগরের উপকূলে, ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরের একটি বাড়িতে আট ঘণ্টাব্যাপী অভিযানের সময় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। বড়দিন ও নববর্ষে হামলার পরিকল্পনার অভিযোগে এক সপ্তাহ আগে ১০০ জনেরও বেশি সন্দেহভাজন আইএস সদস্যকে আটকের পর ওই অভিযান শুরু করে দেশটির পুলিশ।

    সোমবার ওই বাড়িতে চালানো অভিযানে আট পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য আহত হন। ওই দিন দেশটির শতাধিক এলাকায় একযোগে আইস-বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

    বিশ্বজুড়ে ইসলামিক স্টেটের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় চলতি বছরে তুরস্কে এই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

    যুক্তরাষ্ট্র বলেছে, গত সপ্তাহে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সদস্যদের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া চলতি মাসে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কা অনুষ্ঠানে হামলা চালানো দুই বন্দুকধারী আইএস-অনুপ্রাণিত বলে দেশটির পুলিশ জানিয়েছে। ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ায় আইএসের বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সৈন্যদের ওপর হামলার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

    প্রায় এক দশক আগে তুরস্কে বেসামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলার জন্য এই জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। সেই সময় ইস্তাম্বুলের একটি নাইটক্লাব ও শহরের প্রধান বিমানবন্দরে আইসের বন্দুক হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। সিরিয়ার যুদ্ধে আইএস সদস্যসহ বিদেশি যোদ্ধাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ছিল তুরস্ক।

    সূত্র: রয়টার্স

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…