জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম. ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। এছাড়া দেওয়ানগঞ্জ থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযানে সহযোগিতা করেছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে চিকাজানী এলাকার দুর্গা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড ব্রিকস, রামপুরা এলাকার যমুনা ব্রিকস এবং চর ভবসুরের এম. এ. বি. ব্রিকস—এই পাঁচটি ইটভাটাকে প্রত্যেকটিকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, অভিযানে সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনআই