এইমাত্র
  • রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কারখানা চালু রাখার অভিযোগ
  • সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
  • দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
  • প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস
  • সবার আগে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাল যেসব দেশ
  • ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
  • ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
  • চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল
  • সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

    গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
    সংগৃহীত ছবি

    গাজায় কাজ করা ডজনখানেক মানবিক সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এসব সংস্থা নতুন কঠোর নিবন্ধন ও নিরাপত্তা শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। নতুন শর্ত অনুযায়ী, গাজায় কর্মরত ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মীদের ব্যক্তিগত তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হতো।

    ইসরায়েলের এই নিষেধাজ্ঞার আওতায় পড়া সংস্থাগুলোর তালিকায় রয়েছে বিশ্বের পরিচিত মানবিক সংগঠন অ্যাকশনএইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং চিকিৎসা সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসরায়েলের ডায়াসপোরা অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের এই ঘোষণা দেয়, যখন গাজায় সাম্প্রতিক তীব্র ঝড়ে হাজার হাজার তাবু ধ্বংস হয়ে গেছে। এতে আগে থেকেই ভয়াবহ মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

    এদিকে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, জাপান, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড- এই ১০ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার মানবিক পরিস্থিতির ‘নতুন করে অবনতির’ বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। তারা পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেন।

    মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী জানান, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজার বেসামরিক মানুষরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমছে।

    বিবৃতিতে আরও বলা হয়, এখনো ১৩ লাখ মানুষ জরুরি আশ্রয় সহায়তার প্রয়োজন অনুভব করছে। অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিকভাবে চালু রয়েছে ও সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহের ঘাটতি রয়েছে। সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়া স্যানিটেশন অবকাঠামোর কারণে ৭ লাখ ৪০ হাজার মানুষ বিষাক্ত পানিতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলোকে গাজায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ও ইসরায়েলের আরোপ করা দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য আমদানিতে ‘অযৌক্তিক’ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।

    ইসরায়েল এরই মধ্যে শত শত পণ্য গাজায় প্রবেশে বাধা দিয়েছে। দেশটির দাবি, এসব পণ্য হামাস সুড়ঙ্গ পুনর্নির্মাণ বা সামরিক কাজে ব্যবহার করতে পারে। এসব পণ্যের মধ্যে রয়েছে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয়সামগ্রী।

    পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, গাজায় মানবিক সহায়তার প্রবাহ বাড়াতে সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে হবে। তাদের ভাষায়, মানবিক সহায়তার জন্য পণ্য পরিবহনের করিডোরগুলো এখনও বন্ধ বা কঠোরভাবে সীমিত রয়েছে। এর মধ্যে রাফাহ ক্রসিংও রয়েছে, যা মিসরের সঙ্গে সরাসরি সংযোগকারী সবচেয়ে বড় প্রবেশপথ।

    যৌথ বিবৃতিতে বলা হয়, জটিল কাস্টমস প্রক্রিয়া ও ব্যাপক তল্লাশির কারণে পণ্য প্রবেশে বিলম্ব হচ্ছে, অথচ বাণিজ্যিক পণ্য তুলনামূলকভাবে সহজে প্রবেশের সুযোগ পাচ্ছে।

    বিবৃতিতে আরও যোগ করা হয়, সপ্তাহে ৪ হাজার ২০০ ট্রাক প্রবেশের লক্ষ্য ঠিক করা, যার মধ্যে প্রতিদিন ২৫০টি জাতিসংঘের ট্রাক অন্তর্ভুক্ত। এটি কোনো সর্বোচ্চ সীমা নয়, বরং ন্যূনতম মান হওয়া উচিত। এই লক্ষ্য বাড়ানো প্রয়োজন, যাতে প্রয়োজনীয় বিপুল পরিমাণ সহায়তা নিশ্চিতভাবে প্রবেশ করতে পারে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…