এইমাত্র
  • সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
  • দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
  • প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস
  • সবার আগে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাল যেসব দেশ
  • ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
  • ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
  • চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল
  • সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
  • খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সবার আগে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাল যেসব দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

    সবার আগে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাল যেসব দেশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

    আতশবাজি ও উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। উৎসবের আলো ও নৃত্য–সঙ্গীতের মাঝে দেশটি নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সামোয়া, টোঙ্গা ও টোকেলাউওও নতুন বছরে প্রবেশ করেছে।

    এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। দেশটির একটি প্রত্যন্ত অ্যাটলে নতুন বছর উদযাপন করা এক পর্যটক জানান, ‘কোনো স্যাটেলাইট নেই, মানুষের উপস্থিতির কোনো চিহ্ন নেই, চারদিকে সম্পূর্ণ অন্ধকার। অসংখ্য কাঁকড়া ঘোরাফেরা করছে। একেবারে প্রকৃতির মাঝে নতুন বছর উদযাপন করছি।’

    নিউজিল্যান্ডের অধিভুক্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের প্রায় ৬০০ বাসিন্দাও নতুন বছর উদযাপন করেছেন। দ্বীপটির একটি হোটেলের মালিক জানান, ‘আমাদের টিম ভোর পর্যন্ত কাজ করবে, তবে বয়স্করা আগেই বিদায় নেব।’

    দেশের দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে ‘রিদম অ্যান্ড আল্পস’ বার্ষিক উৎসবে হাজারো মানুষ সংগীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে। উৎসবটির আয়োজক হ্যারি গোরিঞ্জ বলেন, ‘সংগীত মানুষকে একত্রিত করে। বছরের প্রথম মুহূর্তগুলো সংগীতের মাঝে কাটানো মানে একসঙ্গে থাকার সুরে বছর শুরু করা।’

    একই সময়ে সামোয়ার রাজধানী আপিয়ায় পরিবারগুলো ঐতিহ্যবাহী পানীয় ‘আভা’ (কাভা) পরিবেশনের মাধ্যমে নববর্ষ উদযাপন করছে। অংশগ্রহণকারীরা একসঙ্গে পানীয় ভাগ করে নেন এবং ‘পাতিপাতি’ অর্থাৎ হাততালি ও করতালির মাধ্যমে আনন্দ উদযাপন করেন। স্থানীয় এক রেস্তোরাঁ ব্যবস্থাপক জানান, সামোয়ান সংস্কৃতিতে নববর্ষের মানে হলো পরিবারের একত্র হওয়া, গত বছরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন বছরের জন্য ঐশ্বরিক পথনির্দেশনা কামনা করা।

    বিশ্বজুড়ে এবার পর্যায়ক্রমে বিভিন্ন দেশে নতুন বছরের উদযাপন শুরু হয়েছে। পরবর্তী বড় আতশবাজি ও উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এলাকায়।

    সূত্র: বিবিসি

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…