এইমাত্র
  • ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • জাতীয় সরকার গঠনের ইঙ্গিত জামায়াতের
  • নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা
  • ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ
  • ৭ বছর কোমায় থাকার পর না ফেরার দেশে শ্রীলঙ্কান ক্রিকেটার
  • রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কারখানা চালু রাখার অভিযোগ
  • সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
  • দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • নক্ষত্রের বিদায়, আলো রেখে গেল ইতিহাসে
  • প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমছে, রমজান মাসেও হবে ক্লাস
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

    দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

    দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজার সংলগ্ন চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    জানা গেছে, স্থানীয়রা প্রথমে গ্রাম সমিতির অফিসের বারান্দায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে খানসামা থানায় অবহিত করেন।

    খানসামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে ভ্যানযোগে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স, ঠিকানা কিংবা কীভাবে তিনি গভীর রাতে ওই স্থানে পৌঁছান; এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জনসমাগমহীন স্থানে এভাবে একজন ব্যক্তির মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

    পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশের সুরতহাল ও ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার বলেন, ‘অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…