এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, আগামী ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএল আয়োজনের কথা ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুর পর ৩০ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করে ৪ জানুয়ারি নিয়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ৫ জানুয়ারি থেকে বাকি ম্যাচের সূচি নতুনভাবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এদিকে ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে আসবে টুর্নামেন্টের ৬ দল। বাকি অংশ হবে ঢাকাতেই। আগের সূচি অনুযায়ী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনাল আয়োজনের কথা রয়েছে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।
এবার বিপিএলের আগের সূচি অনুযায়ী ঢাকায় হচ্ছে ১০ ম্যাচ, তবে সিলেটে হচ্ছে ১২ ম্যাচের বদলে ২৪ ম্যাচ। চট্টগ্রামে হচ্ছে না একটিও। বিপিএলের ভেন্যু সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪ করার কথা বেশ ঢাকঢোল পিটিয়ে বললেও তা ৩ থেকে কমিয়ে ২-এ নিয়ে এল বিপিএল গভর্নিং কাউন্সিল।
আরডি