এইমাত্র
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
  • রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
  • সবজি-মুরগির দামে স্বস্তি, চড়া মাছের বাজার
  • সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
  • বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
  • পঞ্চগড়ে কোটি টাকার বীজ আলু পচে নষ্ট, দায় কার?
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
  • নতুন বছরে ভারতগামী যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ফি
  • জার্মানিতে নববর্ষ উদযাপনে বহু হতাহত, গ্রেফতার ৪০০
  • সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
  • আজ শুক্রবার, ১৯ পৌষ, ১৪৩২ | ২ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

    ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
    সংগৃহীত ছবি

    জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু এবং তার সঙ্গে সম্পর্কিত নদীগুলোর ওপর কোনো প্রকার দখলদারিত্ব বরদাস্ত করবে না ইসলামাবাদ।

    চেনাব নদীর যে অংশটি জম্মু-কাশ্মির রাজ্যের ওপর দিয়ে বয়ে চলেছে, ভারতে সেটির নাম চন্দ্রভাগা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রণালয় জম্মু-কাশ্মির রাজ্যের কিস্তওয়ারে চন্দ্রভাগা নদীর উপর ২৬০ মেগাওয়াটের দুলহস্তি স্টেজ-২ প্রকল্পের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে।

    ডিসেম্বরের শেষপর্বে পরিবেশ মন্ত্রণালয় বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি ৪৫তম বৈঠকে প্রকল্পটির কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। আনুমানিক ৩২০০ কোটি টাকার এই প্রকল্পের জন্য টেন্ডার নেওয়ার কাজও শুরু হয়েছে ইতোমধ্যে। তার মধ্যেই হুঁশিয়ারি এল ইসলামাবাদ থেকে।

    গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, “সম্প্রতি আমরা সংবাদমাধ্যমে দেখেছি যে ভারত চেনাব নদীর জম্মু-কাশ্মির অংশে দুলহস্তি স্টেজ ২ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। অবশ্যই এই সংবাদ উদ্বেগের, কারণ ভারত থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত এ প্রকল্পের ব্যাপারে আমাদের কোনো তথ্য জানায়নি।”

    “ভারত যদি সত্যিই সিন্ধু পানিবণ্টন চুক্তিতে লিখিত ‘সীমাবদ্ধ অনুমতির’ চরম অপব্যবহার এবং সিন্ধু চুক্তির গুরুতর লঙ্ঘন। আমরা বরাবরই বলে আসছি যে এ চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে বিবাদ রয়েছে, তা আমরা শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে চাই; কিন্তু ভারত যদি পরিকল্পিতভাবে চুক্তির শর্ত লঙ্ঘন করে কিংবা পাকিস্তানের জাতীয় স্বার্থে আঘাত করে— সেক্ষেত্রে ইসলামাবাদ তা কখনও বরদাশত করবে না।”

    উল্লেখ্য, টানা ৯ বছর আলোচনার পরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছিল। পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন পণ্ডিত নেহরু। সিন্ধু পানি বণ্টন চুক্তি অনুযায়ী, পূর্ব দিকের তিনটি নদী, অর্থাৎ বিপাশা (বিয়াস), ইরাবতী (রাভি) ও শতদ্রু (সতলেজ়)-র জলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্য দিকে, পশ্চিমমুখী সিন্ধু (ইন্দাস), চন্দ্রভাগা (চেনাব) ও বিতস্তার (ঝিলম) জল ব্যবহার করতে পারবে পাকিস্তান।

    ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলার পর সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত।

    সূত্র : ডন, দ্য টেলিগ্রাফ

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…