তৃতীয় দিন মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। পৌষের শুরু থেকে শুক্রবার পর্যন্ত এ নিয়ে তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল যশোরে।
যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালেও ঘন কুয়াশা ছিল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরলেও শীতের আবহ এখনও বিরাজ করছে। বাতাসের আর্দ্রতার কারণে শীত আরও অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসায় যশোরে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। ২০১৩ সালের জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অব্যাহত শীতের দাপটে জেলার মানুষ বিপর্যস্ত হয়ে উঠেছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
এসএম