ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, তথ্য ভুলসহ বিভিন্ন অভিযোগে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল ও তথ্য সঠিক থাকায় বিএনপি-জামায়াতসহ ৭টি মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়া।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন, (এবি) আমার বাংলাদেশ পার্টির প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন মন্ডল। এদিকে, জয়পুরহাট-২ আসনে (এবি) আমার বাংলাদেশ পার্টির প্রার্থী এস এ জাহিদ, বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ও আব্বাস আলী বলে নথিতে উল্লেখ্য রয়েছে।
অপরদিকে, যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতের প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাসদের প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেদ, বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান। অন্যদিকে, জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতের প্রার্থী এস এম রাশেদুল আলম, বিএনপি সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলে নথিতে উল্লেখ্য রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়া জানান, মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, নাম, তথ্য ইত্যাদি ভুল থাকায় ৭টি মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তথ্য সঠিক থাকায় বিএনপি-জামায়াতসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, বিএনপির এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান, আব্দুল বারী, বিএনপির সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জামায়াতের ডা. ফজলুর রহমান সাঈদ, এস এম রাশেদুল আলমসহ অন্য প্রার্থী ও সমর্থকরা। এছাড়াও এ নির্বাচনে জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনে মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ইখা