ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও এর আশে পাশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বস্ত্রীক আটক করা হয়েছে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিকোলাস মাদুরোর আটক হওয়ার পর দেশটিতে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও।
রিপাবলিকান সেনেটর মাইক লি’র সাথে ফোনালাপে এ বিষয়টি জানান রুবিও।
মাইক লি বলেন, ‘রুবিও আশা করছেন, এখন যেহেতু মাদুরো মার্কিন হেফাজতে রয়েছেন, ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না।’
এর আগে, লি এক্স-এ পোস্টে লিখেছেন, ‘যুদ্ধ ঘোষণা না করা বা সামরিক বাহিনী ব্যবহারের অনুমোদন ছাড়াই এই পদক্ষেপটি সাংবিধানিকভাবে বৈধ কিনা, তা জানার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
আরডি