মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। ‘ভাই-ভাই একতা’ স্লোগানে আয়োজিত এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
আয়োজকদের তথ্যমতে, রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় চর বলাকী মাঠে কিকাস টর্নেডোস বনাম ব্লাডি ওয়ারিয়রস একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার নিয়ে শুরু হয় বিতর্ক। ওই পোস্টারে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর নাম। এ ছাড়াও সভাপতি ও সহসভাপতি হিসেবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা গিয়াস ও নাজমুল হোসেনের নাম উল্লেখ থাকায় বিষয়টি আরও আলোচনায় আসে।
পোস্টারটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কঠোর সমালোচনা করেন। তাদের অভিযোগ, বিএনপির ব্যানারে আয়োজিত একটি কর্মসূচিতে ভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এভাবে অন্তর্ভুক্ত করা দলের আদর্শ ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
এ বিষয়ে জানতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে আয়োজক পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। ফলে রাজনৈতিক অঙ্গনে এ আয়োজন নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
ইখা