মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে হঠাৎ করেই এই মানবিক উদ্যোগ নিয়েছেন ইউএনও।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার জয়মনির ঘোলসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হতদরিদ্র, ছিন্নমূল, ভ্যানচালক, দিনমজুর ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এস এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহরিয়ার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।”
ইউএনওর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
এনআই