তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।
সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বালিয়াঘাটি মরহুম হাজী আমজাদ মাদ্রাসা ও বানেশ্বর খুঁটিপাড়া হাফেজিয়া মাদ্রাসায় থাকা শিশু শিক্ষার্থীদের মাঝে ইউএনও নিজ হাতে কম্বল তুলে দেন এবং এতিম অসহায় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের পড়ালেখা ও স্বাস্থ্যের খোঁজ নেন।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এভাবে প্রতি রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল, প্রকৃত অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন ইউএনও লিয়াকত সালমান।
এর আগে গত কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে থাকা বাসিন্দাদের মাঝেও কম্বল বিতরণ করেন।
সোমবার রাতে কম্বল বিতরণের সময় তার সঙ্গে ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমন ও সাধারণ সম্পাদক মোহম্মদ আলী প্রমুখ।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ‘রাতের আঁধারে কম্বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যার প্রয়োজন তাকে দেওয়া সম্ভব। এতিম ও অসহায় ছিন্নমূল মানুষজন অনেক সময় কম্বলের অভাবে শীতে কষ্ট করেন। তাই তাদেরকে একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে গিয়ে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ।’
ইখা