বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি।
আজ বুধবার (৭ জানুয়ারি) এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
বিএনপি থেকে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা ছাড়বেন তিনি। এদিন টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তারেক রহমান।
পরেরদিন বগুড়া থেকে রংপুর-দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও সফর করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে রাত্রিযাপন শেষে পরেরদিন পঞ্চগড়, নীলফামারী এবং লালমনিরহাট ভ্রমণ করবেন তিনি।
রংপুরে রাত্রিযাপন শেষে ১৪ জানুয়ারি বগুড়া (গাবতলী) সফর করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।
এ সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।
এছাড়া এই সফরে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে বলা হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সব পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এইচএ