এইমাত্র
  • নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ
  • নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
  • সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত
  • বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির
  • মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি
  • ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক
  • টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী
  • মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক
  • শীত উপেক্ষা করে কিশোরগঞ্জের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা
  • আমতলীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
  • আজ বৃহস্পতিবার, ২৫ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    আমার ডান্স স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

    আমার ডান্স স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের বিষয়টি তুলে ধরেছেন।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে নানা অভিযোগের পাশাপাশি ব্যঙ্গ করে বলেন, মাদুরো তার নাচের ভঙ্গিও নকল করতেন।

    নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর এই অভিযোগ এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি প্রকাশ্যে উপেক্ষা করার কারণে মাদুরোর নাচানাচি হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়ে। এতে তারা মনে করেন, ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

    ওয়াশিংটনের কেনেডি আর্টস সেন্টার-এ আইনপ্রণেতাদের উদ্দেশে ট্রাম্প জানান, 'তিনি মঞ্চে উঠে আমার নাচ নকল করার চেষ্টা করতেন।'

    সম্প্রতি ট্রাম্প নিজের মনোনীত বোর্ডের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প–কেনেডি সেন্টার’ রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, 'কিন্তু তিনি সহিংস লোক। লাখ লাখ মানুষকে হত্যা করেছেন। নির্যাতন চালিয়েছেন। কারাকাসে তাদের একটি নির্যাতনকক্ষ আছে, যেটা তারা এখন বন্ধ করেছে।'

    তবে ট্রাম্প ওই নির্যাতনকক্ষের বিস্তারিত তথ্য দেননি। একই সঙ্গে মাদুরোর পতনের পর তেলসমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র কীভাবে ‘চালাবে’—সেটির ব্যাখ্যা তিনি স্পষ্ট করেননি।

    ২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী জড়ো হওয়ার সময়, বামপন্থি নেতা মাদুরো নিয়মিত মঞ্চে উঠে ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের টেকনো রিমিক্সের সঙ্গে নাচতেন। ট্রাম্প নিজে সমাবেশে ‘ওয়াইএমসিইএ’ ডিস্কো গানে নাচেন।

    ৩ জানুয়ারি মাদুরো ও তার স্ত্রীকে আটক করা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানের প্রশংসা করে ট্রাম্প এটিকে ‘চমৎকার’ হিসেবে বর্ণনা করেন। তবে তার বক্তব্যের বড় অংশ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি ঘিরে ছিল।

    ৭৯ বছর বয়সি ট্রাম্প কংগ্রেসের নিয়ন্ত্রণ কে দখল করবে তা নির্ধারণকারী নভেম্বরের নির্বাচনের আগে নিজের নীতিগত অগ্রাধিকারের তালিকা তুলে ধরতে গিয়ে আবারও নাচ ও অন্যান্য ভঙ্গির প্রসঙ্গে ফিরে যান।

    তিনি জানান, 'সে (স্ত্রী মেলানিয়া ট্রাম্প) আমার নাচ পছন্দ করে না।'

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…