এইমাত্র
  • বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
  • চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
  • তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
  • বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
  • পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
  • গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
  • রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
  • কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
  • আজ শনিবার, ২৭ পৌষ, ১৪৩২ | ১০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

    মাচাদো নোবেল পুরস্কার দান করলে সাদরে গ্রহণ করবেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

    ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় মাচাদো যদি নোবেল পুরষ্কার দান করতে চান তাহলে তিনি তা সদরে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। 

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। 

    ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর মাচাদোকে দেশটির পরবর্তী নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে মাদুরোর জায়গায় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। 

    ট্রাম্পও রদ্রিগেজকে সমর্থন জানিয়ে তখন জানিয়েছেন, রদ্রিগেজ যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটনকে তার দেশের তেলের নিয়ন্ত্রণে সহায়তা করবেন, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করতে দেবেন।

    এমন অবস্থায় মাচাদোর সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিলেন ট্রাম্প। ফক্স নিউজের শন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে মাচাদোর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি আগামী সপ্তাহের কোনো এক সময় তিনি আসছেন। আমি তাকে শুভেচ্ছা জানানোর অপেক্ষায় আছি।’

    সাক্ষাৎকারে মাচাদোর নোবেল পুরস্কার নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি শুনেছি, মাচাদো আমাকে পুরস্কারটি দিতে চান। তিনি যদি এটা আমাকে দিতে চান, আমি তা গ্রহণ করব। এটি হবে একটি বিরাট সম্মানের বিষয়।’ তবে মাচাদোর সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।

    মাচাদো বহু আগে থেকেই ভেনেজুয়েলার মাদুরো সরকারকে উৎখাতের কথা বলে আসছেন। এমনকি এজন্য তিনি প্রকাশ্যেই মার্কিন সামরিক হস্তক্ষেপের আহ্বানও জানান। গত বছর তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

    ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও মাদুরোর অপহরণের পর ট্রাম্পকে ধন্যবাদ জানান মাচাদো। তিনি বলেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। 

    ভেনেজুয়েলায় নেয়া পদক্ষেপের মাধ্যমে তিনি ‘বিশ্বকে তা প্রমাণ করেছেন’ এবং এটি ‘মানবতার জন্য বিশাল পদক্ষেপ’। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কার দিয়ে দেয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি। 

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…