অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ রাজধানীর আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. সজল নামের এক আসামির নিকট হতে দুটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে আটকরা হলেন, মো. সজল আকন(২৬), মো. হৃদয়(২৬), মো. আব্দুল গনি (৩০), মো. পলাশ (২৫), মো. কায়েস(২০), মো. সাজ্জাদ আহমেদ (১৯), মো. বিল্লাল হোসেন (২৮), মো. আলামিন (২৪), মো. সৌরভ(১৯), মো. সাকিব (২৬), মো. আল আমিন (২৮), মো. সোহাগ খাঁন (২২), কর্ণেল (১৯), মো. সুজন হোসেন (৩০)।
আদাবর থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।