চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নাছির (৪৫) নামে এক কর্মী। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাহনগর এলাকার দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত জামাল বশরত আলী মিস্ত্রির বাড়ীর বাসিন্দা মো. ইউচুপের ছেলে। আহত নাছির একই এলাকার ইউনুছের ছেলে। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামাল ও নাছির ইসলামীয়া বাজার থেকে হেটে এসে দিঘীর পাড়ে দাঁড়ান। তাদের পিছন থেকে মোটরসাইকেল যোগে দুইজন দুর্বৃত্ত এসে গুলি ছুড়ে চলে যান। গুলিতে ঘটনাস্থলে জামাল নিহত হন। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দীন ইমু বলেন, "সন্ত্রাসীদের গুলিতে আমাদের এক কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন,আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি করছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করছি।'
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, 'লেলাংয়ে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অন্য একজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।'
ইখা