রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ১ মাসে ১৩ টি ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন স্থানীয় প্রশাসন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, গত এক মাসে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটা ও বালু উত্তোলন করার অপরাধে স্থানীয় প্রশাসন ১৩টি অভিযান পরিচালনা করে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করে সরকারি কোষাগারে জমা করেছে।
এই ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
ইখা