চাঁদপুরে প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। নবম পে-স্কেল বাস্তবায়ন ও সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আন্দোলনকারীরা বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করা এবং দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
ইখা