এইমাত্র
  • অতিথি পাখিতে মুখর ডুলাহাজারা সাফারি পার্ক
  • দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার
  • তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড
  • লোহাগাড়ায় অস্ত্রসহ ১ জন আটক
  • চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকি অনশন
  • পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
  • রাঙ্গামাটিতে পিকআপ খাদে পড়ে নিহত ২
  • যশোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
  • ‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
  • আজ শুক্রবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৬ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

    পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

    বরগুনার পাথরঘাটায়  ইমাম হোসেন  নামে এক ছাত্রদল নেতাকে রাতের আধারে মুখোশ পরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    ইমাম হোসেন পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ১ টার দিকে নিজ বাসা থেকে খাবার খেয়ে ভাড়া বাসায় যাওয়ার সময় পাথরঘাটা কলেজের পিছনে খালি রাস্তায় একা পেয়ে মুখ বাধা চার পাঁচজন দুর্বৃত্ত এসে ছাত্রদল নেতা ইমাম হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। পরবর্তীতে ছাত্রদল নেতার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

    উপজেলা  ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, ‘ইমাম হোসেন ছাত্রদলের একজন ত্যাগী নেতা। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। কারা ইমামকে আক্রমণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যারাই জড়িত থাকুক দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…