যশোরের মণিরামপুরে মাঠ থেকে শফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ইছানী গ্রামের মাঠের একটি কাঁঠাল গাছে তার মরদেহটি ঝুলছিল। নিহত শফিকুল ইছানী গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে শত্রুতার জেরে তাকে শ্বাসরোগে হত্যা করা হয়েছে।
নিহতের ভাতিজা নাজমুল ইসলাম জানান, ‘বাড়ি থেকে ভোরে মাঠের উদ্দেশ্যে আসেন কৃষক শফিকুল। সকাল ৭ টার দিকে অন্য কৃষকদের মাধ্যমে জানতে পারি তার মরদেহ মাঠের একটি কাঁঠাল গাছে ঝুলছে।’
তিনি আরও জানান, শফিকুল ইসলাম দুই সন্তানের জনক। তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। পারিবারিক এমন কোন অশান্তি নেই যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন।
নাজমুলসহ অন্য স্বজনদের অভিযোগ, কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে প্রতিপক্ষের সাথে শফিকুলের বিরোধ রয়েছে। যা নিয়ে আদালতে মামলা চলমান। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ শফিকুলকে শ্বাসরোগে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে নিতে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
ইখা