ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী ওলামা দলের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মৌলভী শাহাদাত হোসেন শামীমকে আহ্বায়ক এবং মাওলানা ইয়াছিন আরাফাতকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান ও সদস্য সচিব মাওলানা আরিফ রব্বানী যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীতরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ মাওলানা আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, হাফেজ মাওলানা নুর হোসাইন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস মাস্টার ও মৌলভী মো. হাসমত আলী মিন্টু।
নবগঠিত কমিটির আহ্বায়ক মৌলভী শাহাদাত হোসেন শামীম এক প্রতিক্রিয়ায় বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আজীবন দলের জন্য কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ওলামা দল অগ্রণী ভূমিকা পালন করবে। ত্রিশাল উপজেলা ওলামা দলের কমিটি অনুমোদন করায় আমি ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পিএম