এইমাত্র
  • নিজ আধিপত্য বাড়াতে প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব
  • গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না: নেতানিয়াহু
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • পিছিয়ে গেল চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায়
  • সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা নিয়ে আসছে বড় সুখবর
  • টিকে থাকা নয়, স্থিতিশীলতা নিশ্চিত করা এখন প্রধান চ্যালেঞ্জ: জামায়াত আমির
  • সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি
  • ট্রাম্পের শান্তি উদ্যোগে আমন্ত্রণ পেলেন পুতিন ও তার ঘনিষ্ঠ মিত্র
  • শহীদ আসাদ দিবস আজ
  • বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা চতুর্থ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উখিয়ায় গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

    উখিয়ায় গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথম আগুনের উৎপত্তি ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শেড ও আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। বাঁশ, ত্রিপল ও দাহ্য সামগ্রী দিয়ে তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।

    উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

    এদিকে আগুন লাগার খবরে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি।

    উল্লেখ্য, গত ৮ বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্তত ২০ থেকে ৩০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং বহু রোহিঙ্গা হতাহত হয়েছে। ঘনবসতি, অপরিকল্পিত অবকাঠামো ও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…