আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়ে দিয়েছিল, নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাবে না তারা। এনিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে কয়েক দফা জানিয়েছে বিসিবি। প্রয়োজনে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিলো সংস্থাটি।
এদিকে আগেই জানা গিয়েছিল বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেই তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড। বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় দলটি এ সুযোগ পাবে বলে জানিয়েছে ক্রিকবাজ।
তবে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। তবে ডাক পেলে স্কটল্যান্ডের খেলোয়াড়েরা খেলতে প্রস্তুত।
এদিকে বাংলাদেশ আইসিসিকে জানিয়েছে যে, তারা দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতে যাবে না। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
বিবিসি স্পোর্টস আরো বলেছে, আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডের সাথে এই পর্যায়ে সিদ্ধান্ত বা পদক্ষেপের জন্যও যোগাযোগ করেনি।
এদিকে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম গতকাল সোমবার জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবির বলছে, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।
প্রসঙ্গত, রাজনৈতিক কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং স্কটল্যান্ডের স্থলাভিষিক্ত হয়।
আরডি