আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, “দলীয় সিদ্ধান্তের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি কোনো রাজনৈতিক চাপ বা প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।”
দলীয় সূত্র জানায়, ১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা হয়েছে। সেই সমঝোতার অংশ হিসেবে রাজবাড়ী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি থেকে রাজবাড়ী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামিল হিজাজী।
এনআই