মহাখালীর কড়াইল এলাকায় কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দোয়া মাহফিল শুরুর আগে এক পর্যায়ে হুজুর মঞ্চের সামনে এগিয়ে এলে বসার জন্য চেয়ার প্রয়োজন হয়। তখন তারেক রহমান নিজের ব্যবহৃত চেয়ারটি এগিয়ে দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওটি শেয়ার করে অনেকেই তারেক রহমানের এই আচরণের প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, আলেমদের প্রতি তারেক রহমানের এই বিনয় ও শ্রদ্ধা প্রশংসনীয়। আরেকজন লেখেন, হুজুরদের সম্মান করলে মহান আল্লাহ সন্তুষ্ট হন, ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমান দেশের মানুষের জন্য ভালো কিছু করবেন।
এফএস