সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন নিরাপত্তার জন্য সরকারিভাবে গানম্যান পাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ সাত নেতাকে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও মাওলানা রফিকুল ইসলাম খাঁন নিজেদের নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন।
তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের এই সময়ে শীর্ষ নেতাদের রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এনআই