লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিষপানে আত্মহত্যা করেছেন শাহরিয়ার তানভীর নামে এক ছাত্রদল কর্মী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
শাহরিয়ার তানভীর ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ভূঁইয়া বাড়ির হোসেন আহমেদের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন ভূঁইয়ার ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদক সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত কয়েক দিন ধরে মানসিক টানাপোড়েনে ভুগছিলেন তানভীর। এর জের ধরে মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে দলের অভ্যন্তরীণ এসব ঘটনায় নিজের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। লাইভ শেষ করার কিছুক্ষণ পর তিনি বিষপান করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, "তানভীর ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর অকালমৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে ঠিক কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে আমাদের কাছে পরিষ্কার কোনো তথ্য নেই।"
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, "ছাত্রদল কর্মী তানভীর বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।"
এনআই