ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটওয়ারী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। জোটগত কারণে তিনি এনসিপির প্রার্থী মাহবুব আলমকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।
এছাড়া লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের এবি পার্টির প্রার্থী কেফায়েত উল্যা ও জাকের পার্টির তসলিম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এরমধ্যে যাচাইবাছাইয়ে কেফায়েতের মনোনয়নপত্র বাতিল হয়। পরে তিনি আপিল করে প্রার্থীতা ফিরে পায়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, লক্ষ্মীপুরের ৪ টি আসনে বর্তমানে ২৯ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি মাহমুদুর রহমান মাহমুদ, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির মাহবুব আলম, বাসদের বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের কাউছার আলম ও এনডিএম'র আলমগীর হোসাইন। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন, নাগরিক ঐক্যের মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ সুপ্রীম পার্টির ইব্রাহিম মিয়া, গণঅধিকার পরিষদের আবুল বাশার ও কল্যাণ পার্টির ফরহাদ মিয়া।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের রেজাউল করিম, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম, জাতীয় পার্টির একেএম মহিউদ্দিন, এলডিপির মো. শামছুদ্দিন ও এনপিপির সেলিম মাহমুদ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেএসডি'র তানিয়া রব, জামায়াতের আশরাফুর রহমান হাফিজ উল্যা, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, গণ অধিকার পরিষদের রেদোয়ান উল্লাহ, লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরী।
এরমধ্যে লক্ষ্মীপুর-২ আসনে আবুল বাশার, ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে সেলিম মাহমুদ, লক্ষ্মীপুর-৪ আসনে মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন ও নুরুল হুদা আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পান।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এখন ৪টি আসনে ২৯ জন প্রার্থী রয়েছেন।
এসআর