এইমাত্র
  • পঁচা শামুকে পা কাটল ম্যানচেস্টার সিটির
  • বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা
  • স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে প্রতীক পেলেন রুমিন ফারহানা
  • রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনী সমাবেশ
  • ঘরের মাঠে রিয়ালের গোল উৎসব
  • মারা গেছেন সোনালী যুগের অভিনেতা জাভেদ
  • বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা জাতিসংঘের
  • ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
  • এমআরএ’র যুগ্ম পরিচালকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু
  • ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা
  • আজ বুধবার, ৮ মাঘ, ১৪৩২ | ২১ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

    ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
    উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে

    দেশের ৮ জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবার উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন তিনি। 

    আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ই-বেইলবন্ড চালুর ফলে একজন বন্দিকে দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা দাখিলের মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যেই আসামির মুক্তি নিশ্চিত করা যাবে।

    অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময়ক্ষেপণের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় ও ভোগান্তির শিকার হতেন বিচারপ্রার্থীরা। অনেক ক্ষেত্রে এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। তবে ই-বেইলবন্ড চালুর ফলে পুরো প্রক্রিয়াটি এখন ডিজিটালভাবে সম্পন্ন হবে।

    তিনি আরও বলেন, অনলাইনে বেইলবন্ড দাখিলের ফলে কে কখন স্বাক্ষর করেছেন, তার পূর্ণাঙ্গ রেকর্ড থাকবে। এতে করে কেউ চাইলেও ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করতে পারবে না। এটি বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

    উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-বেইলবন্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে, এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে বিচারপ্রার্থী, কারা প্রশাসন, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।

    এর আগে পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ  প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…