এইমাত্র
  • পঁচা শামুকে পা কাটল ম্যানচেস্টার সিটির
  • বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা
  • স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে প্রতীক পেলেন রুমিন ফারহানা
  • রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনী সমাবেশ
  • ঘরের মাঠে রিয়ালের গোল উৎসব
  • মারা গেছেন সোনালী যুগের অভিনেতা জাভেদ
  • বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা জাতিসংঘের
  • ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
  • এমআরএ’র যুগ্ম পরিচালকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু
  • ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা
  • আজ বুধবার, ৮ মাঘ, ১৪৩২ | ২১ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ চলছে, কাল থেকে প্রচারণা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ চলছে, কাল থেকে প্রচারণা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রতীক বরাদ্দ শুরু হয়।

    এর আগে, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৬৭ জন। ২৯৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০৫ জন। 

    গত সোমবার ও মঙ্গলবার ২৯৮ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এসব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আজ বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন। 

    সাধারণত নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার শুরু করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫– এর ১৮ নম্বর ধারায় প্রচারের সময়ের উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহের আগে কোনো নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না এবং ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করবেন। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবারের আগে প্রচার শুরু করতে পারবেন না প্রার্থী ও তাদের সমর্থকরা।

    বুধবার প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার করলে ৩ সপ্তাহের বেশি সময় প্রচার চালানো হয়ে যায়। সেজন্য তফসিল ঘোষণার সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হবে। 

    নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ২৯৮ আসনে সরে দাঁড়িয়েছেন ৩০৫ জন, আর প্রত্যাহার শেষে এক হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল।

     গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৮৫ জন। বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন এক হাজার ৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯ জন। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন।

    আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…