এইমাত্র
  • ফুলবাড়ীতে ষোল প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভা
  • কবে অবসর নেবেন, জানালেন মেসি
  • টাকার বিনিময়ে এতেকাফ করালে কি আদায় হবে?
  • মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলো টেকনাফে অপহৃত ১০ জন
  • দুই দশক পালিয়েও শেষ রক্ষা পায়নি 'আজরাইল'
  • শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব
  • বকশীগঞ্জে দেড় ঘন্টা সাব-রেজিস্ট্রার অফিসে অবরুদ্ধ করে বিক্ষোভ
  • যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে আজ
  • বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে হাজারো পরিবার
  • বাইডেনের বক্তব্য থামিয়ে দিলেন ফিলিস্তিনপন্থিরা!
  • আজ বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ | ২৮ মার্চ, ২০২৪
    দেশজুড়ে

    দিনাজপুরে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ৩ জনের যাবজ্জীবন

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৯:২১ পিএম
    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৯:২১ পিএম

    দিনাজপুরে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ৩ জনের যাবজ্জীবন

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৯:২১ পিএম

    দিনাজপুরের চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে আব্দুল হক নামের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেছে আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।

    একই মামলার অন্য একটি ধারায় (পেনাল কোড ৪৩৬/৩৪) ৩ জন আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে। উভয় ধারার সাজা একইসাথে কার্যকর হবে বলেও জানিয়েছে আদালত।

    বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ প্রদান করেন।

    কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকার মৃত: আফাজ উদ্দিন শাহর ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিন শাহর ছেলে হামিদুল হক ও একই এলাকার মৃত: আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন।

    মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ৫ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামীরা অগ্নিসংযোগ করে এবং বাড়ীর দরজা বাহির থেকে আটকিয়ে দেয়। এতে করে বাড়ীর ভিতরে থাকা আব্দুল হক পুড়ে মারা যান, এই ঘটনায় বাড়িতে থাকা আব্দুল হকের মেয়ে রশিদা খাতুন গুরুত্বর আহত হন। আসামীরা আব্দুল হকের বাড়ীর পার্শ্বে তার ছেলে বাড়ীর দরজাও বাহির থেকে আটকিয়ে দিয়ে অগ্নিসংযোগ করে। এই হত্যা ও অগ্নিকান্ডের অভিযোগে পরে দিন আব্দুল হকের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

    দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…