এইমাত্র
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শার্শায় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুুতি সভা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১১:০৪ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১১:০৪ এএম

    শার্শায় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুুতি সভা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ১১:০৪ এএম

    শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে পূজা মন্ডপগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে।

    মঙ্গলবার বিকেলে শার্শা থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। সভায় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারাসহ শার্শা উপজেলা পূজা উদযাপণ পরিষদের নেতৃবৃন্দ, শার্শা থানার ২৪টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শার্শা থানার ১০টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সনাতন ধর্মাম্বলীদের ‘শারদীয় দুর্গা পূজা’ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। গুরুত্ব অনুসারে পূজা মন্ডপগুলোকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করে সে অনুপাতে অফিসার-ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি পূজামন্ডপ মিলে থাকবে পেট্রাল টিম। তারা ঘুরে ঘুরে পূজামন্ডপগুলো মনিটরিং করবে। তিনি বৈঠকে উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, নির্বিঘেœ শান্তিপূর্ণভাবে যাতে পূজা সম্পন্ন করা যায় সে বিষয়ে পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।

    তিনি বৈঠকে উপস্থিত বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের অনুরোধ জানিয়ে বলেন, পূজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, দুর্ঘটনা এড়াতে পূজামন্ডপে আতশবাজি পোড়ানো যাবে না, আলোকসজ্জায় সতর্কতা অবলম্বন করতে হবে। পূজামন্ডপ সমূহে সকল প্রকার আলোকসজ্জা, সাজসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত করণসহ প্রযোজ্য ক্ষেত্র ব্যতীত অপর সকল সময়ে মাইক ব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান।

    শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস দুর্গা পূজা উপলক্ষে জাতীয় উৎসবে একটি ঐক্য ও সমন্বয়ের ধারা প্রতিষ্ঠা করতে চায় যা জাতীয় জীবনে আজ বড় প্রয়োজন। প্রতিটি পূজামন্ডপ ও মন্ডপগামী সড়কগুলোয় বিশেষ করে রাতের বেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও দাবি জানান তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…