কুড়িগ্রামের উলিপুরে ছয় জুয়ারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত আড়াই টায় উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ সরাই পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামের নুর ইসলাম (৪২), হোসেন আলী (২৮), আলম বাদশা (৪৫), খামার বজরা গ্রামের ইসমাইল হোসেন (৩২), চিলমারী উপজেলার জোরগাছ নতুন বাজার এলাকার নুর হোসেন (৩৬) ও সুন্দরগঞ্জ উপজেলার মাদারী পাড়া এলাকার জাহিদুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের সহায়তায় রৌমারী থানা পুলিশের একটি টিম তবকপুর ইউনিয়নের উমানন্দ সরাই পাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ছয় জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড (তাস), একটি মাদুর ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।